
সোহেল সুলতান মানু, চিতলমারী :: বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে স্থানীয়রা গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভা করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় শৈলদাহ খেয়াঘাট নদীর তীরে চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড. ফজলুল হক।
পরিবেশবাদী নেতা এনামুল হক গাজীর সঞ্চালনায় এ সময় গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক জহরলাল সরকার, স্কুল শিক্ষক প্রভাত মজুমদার, নাট্য ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা মুন্সি, মাদ্রাসা শিক্ষক সোয়েব হোসেন গাজী, অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্থ পরিবারের মোঃ তুহিন শেখ ও তারা মিয়া শেখ।
এ সময় বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিতলমারী উপজেলার সীমানায় মধুমতি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে জনবসতি ও ফসলি জমি ঝুঁকির মুখে পড়ছে এবং জলজ জীববৈচিত্র্য চরমভাবে ধংসের মুখে। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। আর এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরীভাবে প্রয়োজন।’
Leave a Reply