1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ২৮ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া

ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধ:: দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটিও উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের (৫৮) সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে ফেলে দেয়। পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এরপর তার অটো মিশুকটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ও ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬),

রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট