1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

শার্শায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারীদের (FWA) কেন্দ্র ঘােষিত প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান কর্মসূচি পালন করছেন। জানা যায়, সকাল ১১টা থেকে শার্শা উপজেলার ইউনিয়নসমূহে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক আকলিমা খাতুনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতিতে অংশ নেন।

কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার পরিকল্পনা পরিদর্শক আকলিমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট