1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নেয়া হলো হাদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অস্ত্রোপচারের সময় হাদির দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হাদির জনসংযোগে অংশ নেন গুলি করা ব্যক্তি ঘোড়াঘাটে সাংবাদিকদের সঙ্গে নবগত ইউএনও মতবিনিময় চিতলমারীর বিবাহ নিবন্ধক প্রাণকৃষ্ণ’র পরলোক গমন ডেঙ্গুতে মায়ের সাথে গর্ভে মৃত্যু, সন্তান দেখল না পৃথিবীর মুখ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয় বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ আজ (বৃহস্পতিবার) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব বলেন, আইন হলো বিধিবদ্ধ নিয়ম অর্থাৎ লিখিত বা অলিখিত নিয়ম অথবা প্রথা। আমরা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে আইন জানা অত্যাবশ্যক। সচেতন নাগরিক হিসেবে নিজের ও দপ্তরের প্রয়োজনে মামলা বিষয়ে জানতে হবে। সরকারি মামলা কিভাবে পরিচালনা করতে হবে এবং মামলার বাদি-বিবাদির ন্যায়বিচার ও নায্যতা নিশ্চিত করতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালা ও আইন সম্পর্কে জানা দরকার।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব মাহফুজা আখতার, আইন কর্মকর্তা (জেলা জজ) মোঃ মাসুদ পারভেজ ও উপসচিব তসলিমা নূর হোসেন।

খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রশিক্ষণে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন।

প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট