
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপেিত্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, উপজেলা সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও পেশাজীবী সংগঠনের আব্দুল কাদের মুন্সি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি কোনো দল বা মতের নন। তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর শাহাদাত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’
Leave a Reply