
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাইকগাছা উপজেলার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত মোট ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, চলমান সংস্কার কাজ এবং নির্বাচনকালীন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে প্রাপ্ত বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নাধীন সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে চলমান সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটারদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতির কোনো ঘাটতি রাখা যাবে না।
এছাড়াও নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দের আওতায় উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মোট ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টিতে সিসিটিভি স্থাপনের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী নির্বাচন পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত প্রধান শিক্ষকগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
Leave a Reply