1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না-জি এম কাদের ক্রিকেটীয় বর্ণবাদ নাকি ভূ-রাজনীতি? আইসিসির দ্বিমুখী নীতিতে উত্তাল ক্রীড়াঙ্গন, গিলেস্পি-জন্টির প্রশ্ন বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার হুমকি আইসিসির মারা গেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা দিল্লির মাটিতে হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্য, কড়া প্রতিবাদে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতির আশঙ্কা বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান

আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না-জি এম কাদের

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুর:: অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে বাড়তি সুযোগ-সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, এর ফলে এখন পর্যন্ত নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি।

রোববার দুপুরে রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনো নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে।

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও অমানবিক আচরণ করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাটি উল্লেখ করেন।

সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগের একটি বিরাট অংশকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

অতীতের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, আগে বিএনপিকে বাইরে রাখা হয়েছিল, এখন আওয়ামী লীগকে রাখা হচ্ছে; তাহলে পরিবর্তনটা কোথায় হলো?

গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার সংবিধানের বাইরে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ দিচ্ছে। সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করতেই এই আয়োজন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ কারণে দেশকে বাঁচাতে জাতীয় পার্টি ‘না’ এর পক্ষে অবস্থান নিয়েছে।

ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনে থাকার চেষ্টা করব। তবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা, ধরপাকড় বা ভোটারদের ওপর হামলা চালানো হলে তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতারা। তিন দিনের সফর শেষে আজ রোববার বিকেলে ঢাকায় ফিরে যান জি এম কাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট