দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের কৈলাশগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামে মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় কৈলাশগঞ্জ দক্ষিণ পাড়া ফিস ফারমার স্কুল প্রাঙ্গনে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার যৌথ উদ্যোগে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসালিটি (জিইএফ) এর অর্থায়নে এই কর্মশালা সম্পন্ন হয়েছে। জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে দাকোপ অত্যন্ত ঝুঁকি পূর্ণ একটি উপজেলা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিহ্রাস, জলবায়ু সহনশীল মাছ চাষ ও উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ কার্যক্রমকে উপজীব্য করে এই প্রকল্প বিগত ৩ বছর ধরে দাকোপের বিভিন্ন এলাকায় মাছ চাষি ও মৎস্যজীবী পরিবারদের অন্তর্ভূক্ত করে কাজ করে আসছে। টেকসই এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে এই প্রকল্প মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার জন্য কর্মশালায় উপস্থিত ৬০জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে মৎস্যচাষি মাঠ স্কুল বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। কর্মশালা সঞ্চালন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মাছুদুর রহমান। অংশীজনের মধ্যে প্রধানত উপস্থিত ছিলেন মাছচাষি, মৎস্যজীবী, বনজীবী, কৃষিজীবী ও অন্যান্য কর্মজীবী প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply