1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহের সঙ্গে যোগাযোগের নম্বর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নৌবাহিনীর কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন—

ঢাকা বিভাগ

• ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫• ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯ • ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭• ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪ • ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩• শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০• খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩ • পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০

চট্টগ্রাম বিভাগ

• টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬, • চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১• কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১, • বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০ • লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭ • হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯• সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০ • মহেশখালি: ০১৭৬৯৭২৬২৮১• সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০

খুলনা ও বরিশাল বিভাগ

• খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০• খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১• বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯• বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮• ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০• ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭• মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯• মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট