দাকোপ প্রতিনিধি:: দাকোপে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। কামিনীবাসিয়া পশ্চিমপাড়া ও গড়খালী পূর্বপাড়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর সহযোগীতায় বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন ও ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, উপজেলা এসপিএফ এর ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, মৎস্যজীবি খোরশেদ হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন প্রকল্পের সিএফ টেকনিকেল অফিসার সাখাওয়াত হোসেন। সভায় উপজেলার ৮টি গ্রামের ৬০ জন মৎস্যজীবি অংশগ্রহন করেন।
Leave a Reply