1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়-তারেক রহমান চাকরির মেয়াদ শেষ,চুক্তিতে থাকছেন র‍্যাব মহাপরিচালক ও এসবি প্রধান বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে অস্ত্র ইয়াবাসহ এক সন্ত্রাসী আটক সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপন কর্মসূচির ঘোষণা খুলনা মহানগর নিসচার ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা চিতলমারীর শিবপুর ইউনিয়ন সেচ্ছসেবক দলের কর্মিসভা বাংলাদেশ সেনাবাহিনী আমার অহংকার

রাশিয়ায় ব্রিকস সম্মেলন শুরু

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার পশ্চিমের নগর কাজানে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে যোগ দিতে বিশ্বের বেশ কয়েকজন নেতা রাশিয়া গেছেন। উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারত মিলে ১৫ বছর আগে ব্রিকস জোট গঠন করে। পরের বছর এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা।

এরপর মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে এ জোটের সম্প্রসারণ ঘটানো হয়।
রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে গতকাল স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : এএফপিইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম রাশিয়ায় এত বৃহৎ কোনো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় আড়াই বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

ইউক্রেনে আক্রমণের জেরে পশ্চিমা বিশ্ব নানা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ করে ফেলতে চেয়েছে। ব্রিকস সম্মেলনের আয়োজন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখাতে চেয়েছেন পশ্চিমাদের সেই প্রচেষ্টা কতটা ব্যর্থ হয়েছে।

রুশ সংবাদমাধ্যম প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাজান পৌঁছানোর খবর জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংও সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

এবারের সম্মেলনে যেসব বিষয় আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে অন্যতম সুইফটের (দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশনস) প্রতিদ্বন্দ্বী কোনো আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা। পুতিন ব্রিকসের নেতৃত্বে এ ধরনের একটি আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছেন। ইউক্রেনে হামলার জেরে ২০২২ সালে সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ-উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা নিয়েও ব্রিকস নেতারা গুরুত্বের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি, বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট