1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

দাকোপে ইউপি সদস্যের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে ইউপি সদস্য শিউলি পারভীনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে তার স্বজনরা। সংবাদ সম্মেলনে শিউলী পারভীনের করা অভিযোগ অস্বীকার করে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দাবী করেছেন ফারুক মোল্যা।
দাকোপের পানখালী ইউপির ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন এর বিরুদ্ধে করা পাল্টা সংবাদ সম্মেলনে ফারুক মোল্যা বলেন, আমার আপন ভাবী শিউলী পারভীন স্বজনের পরিচয় অস্বীকার করে ষড়যন্ত্র মূলকভাবে আমাদেরকে হেয় করতে গত ০২ নভেম্বর দাকোপ প্রেসক্লাবে ভিত্তিহীন অভিযোগ করে আমাকে বাহিনী প্রধান সাজিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূলত আমাদের পারিবারিক যাতায়াতের রাস্তা তিনি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া আমাদের ক্ষেতের ফসলাদী তিনি হাস মূরগী ও গবাদী পশু দিয়ে নষ্ট করে দেয়। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি নিজের ঘৃন্যকাজ আড়াল করতে আমিসহ আমার অপরাপর ভাই এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বরং তিনি আমাদের রাস্তা নির্মানে ইউনিয়ন পরিষদের দেওয়া ১ লক্ষ টাকার ৭০ হাজার টাকা আতœসাত করেছেন। পারিবারিক সম্মানের কথা বিবেচনায় নিয়ে আমরা বিষয়টি বাইরে না জানিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করে কোন বিচার পাইনি। তিনি আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি দেখানোর কারনে গত ৪ নভেম্বর আমি দাকোপ থানায় জিডি করি যার নং ১৬৭। এ ছাড়া দাকোপ সেনা ক্যাম্পে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছি। এ ছাড়া আমার ভাইদেরকে আমার বাহিনীর সদস্য হিসাবে উপস্থাপন করেছে। এলাকার সাধারন মানুষ ও তার দ্বারা নির্যাতিত। তাদের সাথে আমাদের পরিবারের কেউ নেই। মঙ্গলবার বিকাল ৩ টায় দাকোপ প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ফারুক মোল্যা এমন দাবী করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিউলি পারভীন বলেন রাস্তার অধিকাংশ কাজ করেছি বাকীটা মাটির সংকটের কারনে শুকনো মৌসুমে করা হবে সুতরাং আতœসাতের কোন সুযোগ নেই। সংবাদ সম্মেলনে প্রতিবেশী আব্দুস ছালাম মোল্যা, এনামুল করির মোল্যা, আমিরুল ইসলাম মোল্যা, লিটন মোল্যাসহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট