দাকোপ প্রতিনিধি:: দাকোপে চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ প্রথম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ এর আয়োজনে এউএসএআইডি’র অর্থায়নে নবযাত্রা ২ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১০ টায় লাউডোব সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ এর সভাপতি সীমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার আজিজুল হক, উপজেলা সমবায় দপ্তরের পুরঞ্জন রায়, প্রথান শিক্ষক সুকল্যান রায়, নিহার রঞ্জন মন্ডল, মাদ্রাসার শিক্ষক মোঃ জাকারিয়া, মন্দির কমিটির সদস্য বিপ্লব মন্ডল, বিমলেন্দ্র বিশ্বাস, সমাজসেবক উজ্জ্বল মন্ডল, নবযাত্রা প্রকল্পের এইচএনএসএস স্টিফেন হেমব্রম, এএসএসও শিল্পী রায়, এফএফ মানবিকা বিশ্বাস প্রমুখ। সভাশেষে পরবর্তি ২ বছরের জন্য চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ সভাপতি সীমা সরকার, সহ-সভাপতি পান্না বেগম, সাধারণ সম্পাদক শীলা মন্ডল, কোষাধ্যক্ষ তুলসী মন্ডল ও অঞ্জনা মন্ডল, সোনামনি রায়, সাবিনা বেগম, শিউলী বেগম, লাবনী সরকারকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
Leave a Reply