1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :

নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ডাকবাংলো এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীম-কে ৫ হাজার টাকা, এশিয়া স্টীলের সত্ত্বাধিকারী মো: তৌফিক-কে ৩ হাজর টাকা, মেসার্স আফনান স্টোরের স্বত্তাধিকারী মো: বায়জিদ হোসেন-কে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী মো: সাফায়েত হোসেন-কে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্না-কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং দেবেন বাবু রোডস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ-কে সড়কের উপর পাইপ ও পাম্প মেশিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলো মোড়সহ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট