1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

খুলনা পাবলিক কলেজে উৎসবসমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মো: জাহিদুল ইসলাম:: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত খুলনা পাবলিক কলেজে উৎসবসমুখর পরিবেশে তৃতীয় শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী বুধবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম (এএসসি)’র সভাপতিত্বে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থী, অভিভাবক- অভিভাবিকাবৃন্দ এবং শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপাধ্যক্ষ (উচ্চ-মাধ্যমিক) আবু সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ (মাধ্যমিক) ড. মোঃ বেনিয়াজ জামান, উপাধ্যক্ষ (নিম্ন-মাধ্যমিক) মোঃ শরীফুজ্জামানের উপস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ (প্রাথমিক) সওকাত আলী গোলদার এবং জাতীয় দিবস কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক প্রকৌশলী এস. এ. এহসান রাজন।
এসময় অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সহ- পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ নেয়ার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকবৃন্দের করনীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ সমূহ উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, শিক্ষাবর্ষের প্রথম দিনেই তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদেরকে সরকার প্রদত্ত বই প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট