1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :

দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
oplus_0

দাকোপ (খুলনা) প্রতিনিধি :: নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনার দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২৪ সালের এসএসসি ও এইচ এসসি পরিক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি এনজিও হীড বাংলাদেশ খুলনা অঞ্চল এ সুবর্ণ জয়ন্তী পালনের আয়োজন করেন।
শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন হীড বাংলাদেশের সহকারি পরিচালক (ঋণ কার্যক্রম) অদ্বৈত কুমার বিশ^াস, সহকারি পরিচালক ( প্রশাসন) আব্দুস ছালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, হীড বোর্ডের কোষাধ্যক্ষ শান্তনা মমতাজ, সাবেক অধ্যক্ষ দিবাকর মন্ডল, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান বিকাশ চন্দ্র হালদার, চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাশেম আলী শেখ, হীডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার অধিকারি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অভিভাবক তৃপ্তি সরকার, শিক্ষার্থী মাহফুজ মল্লিক, শরিফুল ইসলাম প্রমুখ। সভা শেষে ২২৩ জন শিক্ষার্থীর মাঝে এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট