1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি: ‘অভিযান চালালে এবার হামলা হবে গভীরে’ অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই-ড. আলী রীয়াজ পুলিশের ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাইকগাছার চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের মিনহাজ নদী পরিদর্শন খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় মোংলা বন্দরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চাই- রিয়ার এডমিরাল শাহীন রহমান বটিয়াঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সুন্দরবনে অস্ত্র গুলিসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক আওয়ামী লীগ সরকার ১৯৭২ সালের সংবিধান অপ্রয়োগ করেছে-ড. মুহাম্মদ ইউনূস

মোংলা বন্দরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চাই- রিয়ার এডমিরাল শাহীন রহমান

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেছেন, দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চাই। দেশি বিদেশি বিনিয়োগ বাড়লে এমনকি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করলে আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারবো।

বন্দরের সক্ষমতা এবং কিভাবে এই বন্দর এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে বছরে ১৫০০ জাহাজ নোঙর করতে পারলেও এখন সেখানে ৮৩০টি জাহাজ আসছে। তার মানে মোংলা বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অথচ এই বন্দর ব্যবহার করলে কনটেইনার জটে পড়তে হয় না। জেটি ও শেডগুলো প্রায় সময়ই খালি থাকে। তাই আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মোংলা বন্দর ব্যবহারে উৎসাহিত হন। দেশি বিদেশি বিনিয়োগকারী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী, শিপিং এজেন্ট ও বন্দর ব্যবহারকারীদের পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে মোংলা বন্দর তথা দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান বন্দর চেয়ারম্যান।

তিনি আরো বলেন, মোংলা বন্দরের উন্নয়নে এরই মধ্যে চীনের সহযোগিতায় কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নতুন ২টি জেটি ও ২টি ইয়ার্ডসহ অত্যাধুনিক সরঞ্জামাদি বন্দরে সংযোজন করা হয়েছে। ফলে বন্দরের সেবার মান বাড়ছে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে।

মোংলা বন্দরের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এমনটা জানিয়ে বন্দরের এই শীর্ষ কর্মকর্তা বলেন, বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিং কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। এটি সম্পন্ন হলে বন্দরে বড় জাহাজ সহজেই ভিড়তে পারবে। কম খরচে এবং স্বল্পতম সময়ের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ সব ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের উন্নয়নে আরও অনেক পরিকল্পনা রয়েছে যা পরবর্তীতে ধাপে ধাপে সম্পন্ন করে দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের সক্ষমতা আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন নির্গমনের ক্ষেত্রে মোংলা বন্দর শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বন্দরে মোট ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। বন্দরের ইনারবারে ড্রেজিং এবং নতুন জেটির নির্মাণ কাজ সম্পন্ন হলে বিদেশি জাহাজের আগমন আরো বাড়বে। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থবছরে মোংলা বন্দর দিয়ে ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। এ অর্থবছরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০৪ কোটি ১২ লাখ মেট্রিকটন। রাজস্ব আদায় হয়েছে ৩৪৩ কোটি টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট