1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে -জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেছেন, সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে তা হলে দেশে কোন সংস্কার ফলপ্রসূ হবে না। তাই আমরা যেন সাহস হারিয়ে না ফেলি। দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করা উচিত। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্কের জন্ম হবে। সংকীর্ণতা জাতিগতভাবে আমাদের পিছিয়ে দিতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার লোক না থাকলে সাধারণ মানুষের যাওয়ার কোন জায়গা থাকবে না।
তিনি মঙ্গলবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সিনিয়র সচিব বলেন, আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করতে থাকুন। আপনার দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সাহস ও সততা থাকলে মানুষ তার জীবনের পরীক্ষায় উতরে যায়। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের বোধোদয় হয়েছে। এখন কার কোথায় সীমাবদ্ধতা, তা খুঁজে বের করে অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের কাজে যুক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাই মিলে নির্বাচনকে যেন গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের সফল হওয়ার বিকল্প নেই।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট