বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় বিনামূল্যে ফ্রেডহলোজ ফাউন্ডেশনের(the fread Hollows Foundation) সহযোগিতায ও দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় মঙ্গলবার ( ১২ আগস্ট ) সকালে পৌর শহরের বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিনশত শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে যাদের চোখের সমস্যা আছে তাদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এ দৃষ্টি পরীক্ষার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের রিফ্রাকশনিষ্ট শেখ আব্দুল্লাহ, ইন ক্লুশন অফিসার শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, বাসা বাটি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদা রহমান জুই, বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের দর্পণের বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন প্রমূখ।#
Leave a Reply