1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

মোংলায় বহুপক্ষীয় অংশজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘বহুপক্ষীয় অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ গঠন করা হয়েছে।

ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ বাস্তবায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় মোংলায় ২৩ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘বহুপক্ষীয় অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ গঠন করা হয়।

উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন মোংলা উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ ছালজার রহমান। তিনি মৎস্যজীবী নেটওয়ার্ক এর তাৎপর্য ও বাস্তবতা সভায় তুলে ধরেন। তিনি বলেন, এই নেটওয়ার্কটি মৎস্যজীবী বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে। প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিলবিস খাতুন, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, ডব্লিউজেসিসি, মোংলা। ফিসনেট প্রকল্প উত্তরণ এর এডভোকেসি অফিসার মো: মিজানুর রহমান মৎস্যজীবী নেটওয়ার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি কার্যকরী পরিষদের বিভিন্ন পদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। এর গঠনতন্ত্র অনুযায়ী পরিষদ গঠন করা হয়। সভাপতি ও সহ-সভাপতি (নারী ) পদে গোপন ব্যলটে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। সভাপতি পদে ২৩ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে নির্বচিত হন মোঃ সুমন হাওলাদার এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী বিদ্যুৎ মন্ডল পান ১১ ভোট। সহ-সভাপতি (নারী ) পদে ২৩ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন রিংকু দর্জি এবং নিকটতম প্রার্থী চন্দ্রিকা মন্ডল পান ৭ ভোট। অন্যান্য পদে প্রস্তাব এবং উপস্থিত সদস্যের সম্মতি ক্রমে নির্বাচিত হন। মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি হলো- সভাপতি মোঃ সুমন হাওলাদার- সহ-সভাপতি, রিংকু দর্জি, মাষ্টার মোঃ হাবিবুর রহমান সাধারন সস্পাদক আমির হোসনে আমু, যুগ্ম সাধারন সম্পাদক প্রতাপ কুমার মন্ডল ও কমলা সরকার, কোষাধ্যক্ষ মনির তালুকদার, প্রচার সম্পাদক সোহাগ মিলন, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক শ্যামল মন্ডল, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক মনির হোসেন,

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-হাসান মাহমুদ, আঃ রশিদ, চন্দ্রিকা, বিদ্যুৎ মন্ডল, হাসিব সরদার কার্যনির্বাহী কমিটির সদস্য।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট