1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

শিক্ষার্থীদের ৭ দিনের আল্টিমেটাম দাকোপে স্কুল শিক্ষককে মারপিটের ঘটনা তদন্তে জেলা মহিলাদল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি::দাকোপে মহিলা দল নেত্রী কর্ত্তৃক স্কুল শিক্ষককে মারপিটের ঘটনার তদন্তে আসলেন মহিলা দলের জেলা সম্পাদকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্থির দাবী করেছেন।
দাকোপ সদর চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক দেবব্রত বিশ্বাসকে ক্লাস রুমে ঢুকে মারপিটের অভিযোগ ওঠে চালনা পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের ২ সদস্য মালা কাজী ও শাহিনুর বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় গত কয়েক দিনের টানা উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা জেলা সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানার নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘটনা তদন্তে আসেন। তারা স্কুলের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এক পর্যায়ে তাদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত ২ নারী নেত্রীর শাস্থির দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মিছিলটি পূনরায় স্কুলে ফিরে গেলে জেলা মহিলাদলের নেত্রীবৃন্দ তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে আরিয়ান ফকির শিক্ষককে মারপিটের সাথে জড়িতদের দল থেকে বহিঃস্কারের দাবী জানান। শিক্ষার্থীদের আশ্বস্থ করে নারীনেত্রীরা বলেন আগামী ৭ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর তারা উপজেলা বিএনপির কার্যালয়ে এসে দলের জেলা সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করে বলেন, সৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষনিক অভিযুক্তদের ৭ দিনের সময় দিয়ে কারন দর্শানো নোটিশ দিয়েছি। আমরা জেলায় ফিরে গিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো। তিনি সে সময় পর্যন্ত শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানান। প্রতিনিধি দলে মহিলা দলের খুলনা জেলা সিনিয়র সহসভাপতি শাহনাজ ইসলাম, সহসভাপতি রেহেনা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম, সাংগঠনিক সম্পাদক জায়েদা বেগম উপস্থিত ছিলেন। তদন্তকালে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নবম শ্রেনীর এক ছাত্রকে শাসন করার অপরাধে গত ১১ আগষ্ট ছাত্রের মা চালনা পৌরসভা মহিলাদল নেত্রী শাহিনুর বেগম অপর নেত্রী মালা কাজীকে সাথে নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষককে মারপিট করে বলে অভিযোগ উঠে। ঘটনার পর থেকে শিক্ষার্থীরা তাৎক্ষনিক বিক্ষোভ প্রদর্শন করে তাদের শাস্থির দাবী জানিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট