পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হয়।
সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও সায়মা সুলতানা সোনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, উদ্যোক্তা মেহেদী হাসান, শিক্ষক প্রদীপ শীল ও হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, প্রণব কান্তি মণ্ডল, জামায়াত নেতা সম আব্দুল্লাহ আল মামুন, ক্ষেত্র সহকারী রণবীর সরকার, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সাংবাদিক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে সফল চিংড়ি চাষি আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, মৎস্য চাষি সিদ্দিক আলী, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও মৎস্য উদ্যোক্তা মেহেদী হাসানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply