পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ হোসেন মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক ও প্রথম যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, আমিনুর সরদার, আব্দুল হাকিম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন, আইয়ুব আলী সরদার, তানভীর খান, মিনারুল ইসলাম মিন্টু, শফিয়ার রহমান, শামীম আহমেদ, আব্দুল মজিদ, হাবিবুর রহমান, খানজাহান গোলদার, আসলাম পারভেজ, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, আজহারুল ইসলাম, আফতাব আহমেদ, আমিরুল ইসলাম, তানভীর আহমেদ, আরিফ হোসেন, মনিরুজ্জামান মনি ও সবুজ।
এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply