খুলনা ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনাল দ্বৈত বেঞ্চ কর্তৃক আয়োজিত গণ শুনানি কর ট্রাইবুনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩ টায় গণ শুনানি কর ট্রাইবুনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর দাতাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ শোনার জন্য বিভাগীয় প্রতিনিধি আয় কর আইনজীবী সমিতির সদস্যগন ও বিচার প্রার্থীগণ উপস্থিত ছিলেন। গণ শুনানিতে কর দাতাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খান মনিরুজ্জামান।
এ সময় অডিট মামলা, আপিল মামলা, ট্রাইব্যুনাল মামলা যেন খুব দ্রুত সময় নিষ্পত্তি করা হয় সে ব্যাপারে ট্রাইবুনাল বেঞ্চের বিচারকদের কাছে দাবি জানানো হয়। গণ শুনানিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এম শাহনওয়াজ আলী, মোহাম্মদ মজিবুর রহমান, এম হারুন অর রশিদ, সমিতির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব ও সদস্য মোঃ নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাইবুনালের সদস্য আবুল বাশার আকন ও মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন খুলনার আপিল কমিশনার গোলাম সরোয়ার হোসেন ও কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান।
বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয় করদাতারা যেন কোন ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। কর দাতাদের উদ্দেশ্যে কমিশনারগণ বলেন করদাতারা যেন অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবী দ্বারা আয়কর রিটার্ন পূরণ করে থাকেন। কারণ আয়কর আইন ২০২৩ অনুসারে আয়কর রিটার্ন নির্ভুল ভাবে দাখিল না করলে এর সম্পূর্ণ দায় করদাতার উপরে বর্তাবে। যে সমস্ত কর দাতারা অনভিজ্ঞ কম্পিউটারের দোকান থেকে আয়কর রিটার্ন পূরণ করে থাকেন তাদেরকে তিনি সতর্ক করে বলেছেন শূন্য রিটার্ন দাখিল করলে এর সম্পূর্ণ দায়ভার করদাতাকে গ্রহণ করতে হবে।
উল্লেখ্য যে, আয়কর আইন ২০২৩ অনুসারে শূন্য রিটার্ন বলে কোন ধারা বা কিছু বলা নাই। এছাড়া এরকম গণ শুনানি প্রতি মাসে একবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিচারকগন।
Leave a Reply