সংবাদ বিজ্ঞপ্তি :: খুলনার রয়্যাল মোড়ে অবস্থিত লাজ ফার্মা লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের বিষয়ে ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাজ ফার্মার পক্ষে মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, গত ১৮ আগস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম লাজ ফার্মা রয়্যাল মোড় শাখায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এর মূল উদ্দেশ্য ছিল লাজ ফার্মার সহযোগিতায় ভেজাল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে আটক করা। পরে অধিদপ্তরের কর্মকর্তারা নকল লোশন সরবরাহের অভিযোগে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান-এর প্রতিনিধিকে ৫ লাখ টাকা জরিমানা করেন, যা তারা পরিশোধও করে।
লাজ ফার্মা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তাদের বিরুদ্ধে দায় চাপানো বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা “অত্যন্ত দুঃখজনক ও প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর”।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রাহক সাইফুল্লাহ আল রাব্বির অভিযোগের ভিত্তিতে অধিদপ্তর গত মে মাস থেকেই বিষয়টি তদন্ত করে আসছিল। লাজ ফার্মা শুরু থেকেই সহযোগিতা করেছে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করেছে। এমনকি অভিযুক্ত সরবরাহকারীকে হাজির করতেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
আনিসুর রহমান বলেন, আমরা গুণগত মানসম্পন্ন ওষুধ ও সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করি। কিন্তু কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই না করে লাজ ফার্মার বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নিজেরাও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রকৃত ঘটনা স্পষ্ট করেছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানায়।
Leave a Reply