মনির হোসেন, মোংলা:: মোংলার চিলা ইউনিয়নের জয়মনি সাইলো এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ একজন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আটক হরিণ শিকারী হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে মো. হাসান (৩৪)। তিনি সুন্দরবনের চোরা শিকারী চক্রের অন্যতম সদস্য।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা সহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply