বিজ্ঞপ্তি:: উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ কারিগরী সহায়তায় এবং জেজেএস এর বাস্তবায়নে উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা এনজিও ফোরাম অফিসে ২৩ ও ২৪ আগষ্ট দুইদিন ব্যাপী জেন্ডার নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে রূপসা ও বটিয়ঘাটা উপজেলার কমিউনিটি হেলথ প্রোমোটার’র ১৬ জন নারী অংশগ্রহণ করেণ। খুলনা ম্যাক্স ফাউন্ডেশন’র রিজোনাল কো-অর্ডিনেটর আবুল খায়ের মোঃ রাশেদ এর সভাপতিত্বে ও জেজেএস’র প্রকল্প সমন্বয়কারী, জিয়া আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ অনুষ্ঠানে জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয় নারীদের। এছাড়াও পুষ্টি ওয়াশ কার্যক্রমে জেন্ডার ওয়াশের সাথে সম্পৃক্ততা করে জেন্ডার ভূমিকা বিশ্লেষণ করে। কাষ্টাল এলকার মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে দুটি কেস স্টাডি উপস্থাপন করে। পরবর্ততীতে তারা দলীয়ভাবে ফ্লিপ চার্টের মাধ্যমে প্রশিক্ষনের বিষয়বস্তু তুলে ধরেণ।
এ সময় উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থা জেজেএস’র কর্মকর্তা সৈয়দ মোঃ মশিয়ার রহমান, ফারুক আল-মাসুদ, খাদিজা সুলতানা, সোমা দেবনাথ প্রমুখ।
Leave a Reply