1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালন

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোর ৫টায় শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকে। সর্বাত্মক অবরোধের ফলে মোংলার ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, ফেরি পারাপার সবই বন্ধ রাখা হয়।

এ ছাড়া বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রাখা হয়। আসন পুনর্বহালের দাবিতে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ ও কাটাখালীসহ বেশ কয়েকটি পয়েন্টে বেরিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এতে ভোর থেকেই দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। চলে নি অভ্যন্তরীণ যানও।

মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শিল্প কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ। শুধু জরুরি সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে। জুলফিকার আলী আরো বলেন, বন্ধের আওতায় রয়েছে মোংলা বন্দরও। এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে ।এতে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ইসির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আপত্তি দাখিল করেছি। এ ইস্যুতে সোমবার ইসি কার্যালয়ের সামনে বাগেরহাটবাসীর অবস্থান কর্মসূচি রয়েছে। আশা করছি ইসি তার সিদ্ধান্ত থেকে সরে এসে আমাদের যৌক্তিক দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ইসি রাতের অন্ধকারে বাগেরহাটবাসীর মতামত ছাড়া আসন বিলুপ্তি ও বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনোভাবে মেনে নেবে না বাগেরহাটবাসী। আমরা আসন পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ইসি যদি তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূবি দিতে বাধ্য হবো।

গত ৩০ জুলাই বাগেরহাট ৪ আসনের বিলুপ্তি ও বাগেরহাট ৩ আসনেকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা দেয় ইসি। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর প্রতিবাদে ও আসন পূর্ণবহালের দাবিতে ৩০ জুলাইর পর থেকে বাগেরহাটজুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট