1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ সফিউর রহমান, কলেজ প্রভাষক আবু সাইদ, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী বিদ্যুৎ প্রতিনিধিসহ পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, জনপ্রতিনিধি আবুল হাসেম, আব্দুল্লাহ সরদার, বদরুল আলম, খোরশেদুজ্জামান, পিযুষ দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, শিক্ষক দেবাশীষ সরদার, উপজেলা সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট