পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা করে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৫ আগষ্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধ সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। জন্মের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং পরে দুই বছর বা তদূর্ধ্ব সময় পর্যন্ত পরিপূরক খাবারের সঙ্গে মাতৃদুগ্ধ চালু রাখার ওপর গুরুত্ব দেন তারা। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপুষ্টি রোধ করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল কুদ্দুসসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।
বক্তারা আরও বলেন, মায়ের দুধ খাওয়ানো শুধু শিশুর স্বাস্থ্য নয়, মায়ের জন্যও উপকারী। এটি প্রসূতি মায়েদের শারীরিক জটিলতা হ্রাস করে এবং মাতৃত্বকে করে আরও সুস্থ ও নিরাপদ।
Leave a Reply