1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বেনাপোল দিয়ে দুই চালানে এলো ৫২৫ মেট্রিক টন ভারতীয় চাল

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই চালানে বেনাপোল বন্দরে এলো ৫২৫ মেট্রিক টন চাল।

গতকাল রবিবার (২৪ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন এবং গত বৃহস্পতিবার ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে । দুই চালানে ১৫ ট্রাকে ৫২৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল প্রবেশ করেছে।

বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চাল ছাড় করনের জন্য বেনাপোল কাস্টমস হাউসে কোনো সি এন্ড এফ এজেন্ট কাগজপত্র দাখিল না করায় আজ ও বন্দরের ৩১ নম্বর শেডে রয়েছে।

সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান জানান,কাস্টমস হাউসে চাল ছাড় করনের জন্য কাগজপত্র দাখিল করা হয়েছে।আজ সোমবার বেনাপোল কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর ছাড়পত্র নিয়ে খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, গত বৃহস্পতিবার ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন এবং গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ৬ ট্রাক ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ।চালবাহী আরও বেশ কিছু ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ রয়েছে। এসব চালান দ্রুত ছাড় হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে আশা করছেন তিনি। তবে শুল্ক প্রত্যাহার না করায় আমদানির পরিমাণ সীমিত থাকার শঙ্কাও রয়েছে। দ্রুত কাগজপত্র সাবমিট করে চালগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলেছেন। ইতিমধ্যে নতুন চালান আসতে শুরু করেছে। আজ থেকে আরও চাল দেশে প্রবেশ করবে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে আমদানিকৃত চাল ছাড় করনের জন্য আমদানিকারক সিএন্ডএফ’র মাধ্যমে কাগজপত্র দাখিল করেছেন।আগামীকাল পরিক্ষা-নিরিক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট