পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা জেলার পাইকগাছায় পুলিশের অভিযানে ৪ জন বাইসাইকেল চোর ও ২ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। এসময় চোরচক্রের কাছ থেকে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
জানা গেছে, খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডি-সার্কেল অফিসারের তত্ত্বাবধানে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আল মামুন সাহাজী (৬৩), সজল দাশ (৪০), মোঃ সিরাজুল ইসলাম (৩৮) ও কিশোর মোঃ জাওয়াদ (১৩)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
এছাড়া, পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মোঃ রবিউল ইসলাম ও মোঃ রুহুল কুদ্দুস গাজীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৬ জন আসামিকে মঙ্গলবার (২৬ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আটক সকল আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply