নিজস্ব প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শনিবার দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে মনে ধারণ করতে হবে। এ আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আন্দোলনকালে জনঅভিপ্রায় বিষয়ে নিরবচ্ছিন্ন প্রচারের কারণেই আন্দোলনটি গতি লাভ করে এবং সাধারণ মানুষের সমর্থন পায়। তারা আরও বলেন, এটি কেবল ছাত্র আন্দোলন ছিলো না, বরং গণমাধ্যমের সহায়তায় এটি গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সাংবাদিকদের গুজব থেকে সাবধান থাকতে হবে। সংগ্রামের সময় যেসব সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের সমর্থন করেছে, তাদের থেকে সজাগ থাকতে হবে।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহেতশামুল হক শাওন, সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম নুর, শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের মাতা নুরনাহার বেগম, সাংবাদিক আবুল হাসান হিমালয়, টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক কৌশিক দে বাপ্পী, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন। খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মো: মিজানুর রমহান মিলটন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন এবং অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply