1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়-তারেক রহমান চাকরির মেয়াদ শেষ,চুক্তিতে থাকছেন র‍্যাব মহাপরিচালক ও এসবি প্রধান বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে অস্ত্র ইয়াবাসহ এক সন্ত্রাসী আটক সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপন কর্মসূচির ঘোষণা খুলনা মহানগর নিসচার ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা চিতলমারীর শিবপুর ইউনিয়ন সেচ্ছসেবক দলের কর্মিসভা বাংলাদেশ সেনাবাহিনী আমার অহংকার

সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপন কর্মসূচির ঘোষণা খুলনা মহানগর নিসচার

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ চালু ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংষ্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।

রোববার (৩১ আগস্ট) বিকেলে মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির ঘোষণা করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা কামাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর, রোদেলা আক্তার রেশমী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খুলনার অন্যতম ব্যস্ত সড়ক রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটির ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স সংস্কার কাজ করছিল। দীর্ঘদিন ধরে কাজটি ফেলে রেখে জনদুর্ভোগ ঘটানো, নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত ৭ আগস্ট মাহাবুব ব্রাদার্সের সঙ্গে কাজের চুক্তি বাতিল করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এতে মাঝপথে বন্ধ হয়ে গেছে সড়ক সংস্কার, লবণচরা সেতু ও মতিয়াখালী স্লুইচগেটের নির্মাণ কাজ। যা খুলনাবাসীল জন্য অত্যন্ত বেদনাদায়ক। ঠিকাদারী প্রতিষ্ঠানের এ সড়কের কাজে ইচ্ছাকৃত মারাত্মক ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে আড়াই গুণেরও বেশী। অথচ ঠিকাদারী প্রতিষ্ঠানটি বালু ও খোয়া ফেলার মত সহজ ও লাভজনক কাজটুকু করে এরকম একটি অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করে ৭০ কোটি টাকা তুলে নিয়ে গেল। সড়কের উন্নয়ন প্রকল্পের নামে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে ভোগান্তিতে রাখা হচ্ছে। কেডিএর কর্তা ব্যক্তিরা এখন এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় নগরবাসী ক্ষোভ প্রকাশ করছেন।

অপরদিকে খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কে বৃষ্টির পানি-কাদায় একাকার। অসংখ্য ছোট-বড় গর্ত। বেশির ভাগ স্থানে পিচঢালাই নেই। বৃষ্টিতে গর্তে পানি জমে গেছে। খানাখন্দের কারণে যানবাহন চলছে হেলেদুলে। সড়কে তৈরি হওয়া বড় বড় গর্তের কারণে প্রায়ই ট্রাকসহ বিভিন্ন যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। উল্টে যাওয়া যানবাহন কখনো কখনো সড়ক থেকে পাশের বাড়িঘরের ওপর গিয়ে পড়ছে। এতে ঘটছে হতাহতের ঘটনা। খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কে এমন দৃশ্য প্রতিদিনের। ১৬০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের মাত্র ৫ বছরে এমন দশা হয়েছে। সড়ক নির্মাণে ব্যাপক লুটপাট হওয়ার কারণে এমনটি হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ অনেকটা উদাসিন।

এ অবস্থায় খুলনার এ গুরুত্বপূর্ণ সড়ক ২টির সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য

আন্দোলনের ডাক দিয়েছে নিসচা খুলনা মহানগর শাখার নেতারা। কর্মসূচির মধ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রূপসা সেতু সংলগ্ন শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকি প্রতিবাদ ও শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় ধানের চারা রোপণ করে প্রতীকি প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

সভা থেকে উক্ত কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট