বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক মো: আরিফুজ্জামান দুলু। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে সৎ ও নিষ্ঠার সঙ্গে জাতীয় দৈনিক আমার দেশ, দৈনিক খুলনা গেজেট ও যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকায় সাংবাদিকতা করে আসছি । এ বিষয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবগত আছেন। সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় ও ফেসবুকে আমাকে জড়িয়ে একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও সংবাদ প্রকাশ করে। আমার ও পরিবারের রাজনৈতিক , সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভাবে মানসম্মান ক্ষুন্ন করা হচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদে আমার বক্তব্য নেয়া হয়নি বা আমাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয়নি । আমি মনে করি উক্ত মিথ্যা, মনগড়া , বানোয়াট ও ভিত্তিহীন ।
আমি এ ধরনের ভুয়া , বানোয়াট ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি সঠিক তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তি কর সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানাচ্ছি।
Leave a Reply