1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :

দেড় বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো দুই নারী ও এক পুরুষ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সীমান্ত পথে ভারতে যাওয়ার পর সে দেশে ২ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশী দুই নারী ও এক পুরুষ কে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।বুধবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,৩ জন বাংলাদেশী নাগরিককে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে।

ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশন থেকে দেওয়া দুই নারী ও এক পুরুষ কে জাস্টিস অ্যান্ড কেয়ার, সংস্থার কাছে তুলে দেওয়া হয়েছে।

তারা হলো মলি বেগম (৩৬), পিতাঃ খোরশেদ আলম, গ্রামঃ পশ্চিম লক্ষ্মীপুর, থানাঃ লক্ষ্মীপুর সদর, জেলাঃ লক্ষ্মীপুর,মোঃ ইউসুফ আলী(৪৩), পিতাঃ আব্দুল আজিজ, গ্রামঃ পশ্চিম লক্ষ্মীপুর, থানাঃ লক্ষ্মীপুর সদর, জেলাঃ লক্ষ্মীপুর ও রোনা বেগম(৩২), পিতাঃ ইউসুফ আলী, গ্রামঃ আলিনগর আমিন জুটমিল, পোঃ বাইজিদ, থানাঃ বাইজিদ, জেলাঃ চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট