1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন শাশুড়ি এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে-সারজিস আলম গাজায় ক্ষুধা পরিস্থিতি ভয়াবহ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপদেষ্টা মাহফুজ ও আসিফ কী নির্বাচনে অংশ নেবেন? পাইকগাছায় বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ বিবিসি বাংলার প্রতিবেদন, বিএনপি-জামায়াতের চোখে কারা বিতর্কিত উপদেষ্টা? সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচি মন্তব্যেকারী দাকোপের পূর্বায়ন মন্ডলের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এসডব্লিউ নিউজ ২৪-এর এক যুগে পদার্পণ

সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন শাশুড়ি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় ও স্টাইলে জয় করেছিলেন অগণিত দর্শকের হৃদয়। বর্তমান প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা যেন অমলিন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্ময়ে ফেলে চিরবিদায় নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। মৃত্যুর প্রায় তিন দশক পরও দর্শকের হৃদয়ে অমলিন রয়ে গেছেন এই কিংবদন্তি অভিনেতা, যিনি আজও ঢালিউডের চিরচেনা হার্টথ্রব।

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম, পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ।

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।

১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়।

হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।

ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এসময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিকক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট