1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থীর গণ সমাবেশ কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম-মন্ত্রিপরিষদ সচিব টেকনাফে পাচারকারীর জিম্মিদশা থেকে ৫ নারী ও শিশু উদ্ধার পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা সুন্দরবনে বনদস্যু রাঙা বাহিনীর প্রধান নজরুল অস্ত্রসহ আটক দাকোপে ৩ কোটি টাকা ব্যয়ে স্কুল কাম সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন বাগেরহাটের মোড়েলগঞ্জে গণপিটুনিতে নিহত- ১, প্রধান আসামী সহ আটক-৭ এইচএসসি খাতার বোর্ড চ্যালেঞ্জে রেকর্ড: ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থীর আবেদন

পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছায় পারিবারিক বিরোধের জেরে এক নারী ও তার মাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরিরাবাদে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গড়ইখালী গ্রামের মোছাঃ শিউলী বেগম (২৩), স্বামী মোঃ ইমরান শেখ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ হাফিজুর রহমান এর ছেলে মোঃ কাসেম (১৯), ও মোছাঃ কুলসুম বেগম (৩৮), মোছাঃ জোহুরা বেগম (৩০), ও মোছাঃ তানিয়া বেগম (১৯)-এর পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

ওই দিন দুপুরে বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শিউলী বেগমের বাড়ির সিমানার বেড়া ভাংতে থাকে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিউলী বেগম ও তার মা মমতাজ বেগম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায় এবং মমতাজ বেগম এর গলায় সহ বিভিন্ন স্থানে জখম করে। এবং শিউলী বেগমকেও মারপিট করে জখম করে।

হামলায় শিউলী বেগম ও তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে অভিযুক্ত মোঃ কাসেম শিউলীর মা মমতাজ বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিউলী বেগমের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপরদিকে সরজমিন ঘুরে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ঘটনার দিন উপরে উল্লেখিত আসামিরা সংবদ্ধ হয়ে শিউলির মা দের বাড়িতে হামলা চালিয়ে মারধর সহ বেশ ক্ষয়ক্ষতি করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান সরজমিন পরিদর্শন করেছেন। এবং উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট