1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন -গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি ত্রাণ প্রবেশে কড়াকড়ি-যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা অস্ত্র উৎপাদন ও রপ্তানি করবে বাংলাদেশ পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান ক্যান্সার মোকাবিলায় জাতীয় সচেতনতা জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদীতে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙ্গাস বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি সোমবার দুবলার চরে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাশ উৎসব পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার

সোমবার দুবলার চরে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাশ উৎসব

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: ৩ নভেম্বর সোমবার বঙ্গোপসাগর তীরবর্তী দুবলারচর বা আলোর কোলে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পূর্ণ্যার্থী বা দর্শনার্থীদের আগমনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলার রাসপূর্ণিমা পূজা ও পূণ্য¯œান উৎসব। এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থী ছাড়া কোনো অনুমোতি মিলবেনা ট্যুরিস্টদের। আর রাশ পূর্ণিমায় পূণ্য ¯œানের জন্য উপকূলে প্রস্তুতি নেওয়া হাজারো পূর্ণ্যর্থীদের মধ্যে শুরু হয়েছে এক অন্য রকমের আনন্দের উৎসব। দুবলারচর বা আলোর কোলে পূণ্য ¯œানে যাওয়ার জন্য প্রতিবছরের ন্যায় এবারও বনবিভাগের ৫টি রুট নির্ধারিত করেছেন। সোমবার ভোর থেকেই বনবিভাগের নিদৃষ্ট স্থান থেকে দর্শনার্থী ও পণ্যর্থীরা পাশ নিয়ে ঐতিহ্যবাহী দুবলার চরে পৌছাবেন।
সনাতন হিন্দু সম্প্রদায়ের শতবছরের ঐতিহ্যবাহী রাশ উৎসব। রাশ পূর্ণিমার ভরা জোয়ারে সমুদ্রের লোনা পানিতে পূণ্য¯œানের মধ্যদিয়ে সনাতন ধর্মবলম্বীদের নারী-পুরুষদের মিলনমেলা পরিণত হবে দুবলার চওে রাশ মেলা। আগে হিন্দু সম্প্রদায় ছাড়া মুসলিম ও অন্যান্য ধর্মের লোকজন মেলায় যেতে পারতেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা ব্যতীথ অন্যদের রাশ মেলায় যেতে অনুমোতি দেওয়া হচ্ছে না।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মতে রাসলীলা বা রাসযাত্রা সনাতন থর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব।প্রতিবছর কার্তিক বা অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবথধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাতœার থেকে পরমাতœায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। আর রাস মেলা বা রাস উৎসবকে ঘিরে তিন ব্যাপী দুবলার চরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা কালীন কীর্তন,রাসবিহিত পূজা-অর্চনা,প্রসাদ বিতরণ,অঞ্জলী প্রদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
বনবিভাগ সুত্রে জানাগেছে,বঙ্গোপসাগর তীরবর্তী দুবলার চরে ঐতিহ্যবাহী রাশ মেলা উপলক্ষে বনবিভাগ প্রতি বছরের ন্যায় এবারও নদী পথের ৫টি রুট নির্ধারণ করে দিয়েছে মেলায় প্রবেশের জন্য। প্রবেশ পথ গুলো হলো বুড়িগোয়ালীনি,কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর,কয়রা কাশিয়াবাদ.খাসিটানা,বজবজা হয়ে আড়–য়া শিবসা অতঃপর শিবসা নদী-মরাজাত হয়ে দুবলার চর, নলিয়ান ষ্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলঅর চর, ঢাংমারী অথবা চাঁদপাই ষ্টেশন –তিনকোনা দ্বীপ-বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং বগী-বলেশ^র-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাহির দিয়ে দুবলার চর। প্রতিটি জলযানের গায়ে রঙ্গ দিয়ে বা ষ্টিকার লাগিয়ে বি,এল,সি /সিরিয়াল নম্বর এবং দর্শনার্থীদের সংখ্যা উল্লেখ করা হবে।জীব বৈচিত্র রক্ষায় কোন দর্শনার্থী সঙ্গে পটকা, বাজি, ফাঁদ, পলিথিন,শব্দদুষন এমন বস্তু সঙ্গে নিতে পারবে না। নির্ধারিত রুটের নদী ও খালে বনরক্ষী, র‌্যাব, কোস্টগার্ড,নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য চেকপোস্ট বসিয়ে তদারকি করবেন মেলায় আগতদের। সিসি ক্যামেরা, ড্রোন দিয়ে নিয়ন্ত্রন করা হবে পুরো কার্যক্রম। চোরা শিকারীদের তৎপরতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী ও বনবিভাগ পেট্রোল কার্যক্রম জোরদার করবেন।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের ডিএফও এজেড এম হাসানুর রহমান বলেন, পূণ্য¯œানে অংশ নিতে দর্শনার্থীদের তিন দিনের অনুমোতি প্রদান করা হবে। আর প্রবেশের এন্ট্রি পয়েন্টে দর্শনার্থী প্রত্যেকের ছবি ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমা দিতে হবে এবং লঞ্চ,ট্রলার ও নৌকার প্রবেশ ফি,অবস্থান ফি এবং লোকের সংখ্যা, অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় পূর্বক তাদেরকে পাশ প্রদান করা হবে। দর্শনার্থীর যাতায়তে বনবিভাগ সতর্কতা মূললক পদক্ষেপ গ্রহণ করেছেন।দুবলার চরের রাশমেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানানি,সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীদের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারেন এ জন্য অত্র উপজেলার বিভিন্ন স্থানে নদী পথে নৌঙ্গড় করে রাখা নৌকা,ট্রুলার ও বিভিন্ন জলযান গুলির উপর বিশেষ নজরদারী অব্যহত রাখা হয়েছে। যাতে করে দুবলার চরে যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়া দর্শনার্থীদেরকে যেন কেউ হেনস্ত করতে না সে দিগে পুলিশের সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট