1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি প্রার্থী বাপ্পী

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি::আমি নেতা হতে আসিনি, এসেছি আপনাদের ভাই হয়ে এই জনপদের সেবক হতে। পাইকগাছা–কয়রার অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন। এমন আবেগঘন ভাষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অঙ্গীকার ব্যক্ত করলেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, আমার রাজনীতি ব্যক্তিস্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। দীর্ঘদিন মানুষের ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধিত্ব করেছি। আমি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, যেন এই অঞ্চলের প্রতিটি মানুষ উন্নয়নের সুবাস পায়। আল্লাহ যদি সুযোগ দেন, সংসদে গিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবো।

রবিবার (৯ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর বাসভবনে অস্থায়ী কার্যলয়ে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ৩৫ বছরের রাজনীতিতে কোনো ব্যক্তিগত লাভের চিন্তা করিনি। বিএনপি আমাকে জনগণের সেবার সুযোগ দিয়েছে, আর জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে বেছে নেয়, তবে কয়রা-পাইকগাছাকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো। সামগ্রীক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আনা’ই হবে আমার লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, আমি সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। কেউ যেন অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটাই আমার প্রতিশ্রুতি। এছাড়াও যারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের বিচার হবে আইনের মাধ্যমে। এ অঞ্চলে মানুষের ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।

আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল মজিদ। এসময়ে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম নান্নু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন,সেলিম রেজা লাকি,এ্যাড, আব্দুস সাত্তার, মোস্তফা মোড়ল সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা সহ পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট