
মনির হোসেন, মোংলা:: মোংলা উপজেলা পানি কমিটির সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় উপজেলা পানি কমিটির ‘সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী’ বিষয়ক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় উপজেলা পানি কমিটির ‘সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী’ বিষয়ক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ নুর আলম শেখ প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালানা করেন মোঃ মিজানুর রহমান, এ্যাডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ। উপজেলা পানি কমিটির ১৯ জন সদস্য প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ নাঈমুদ্দিন খান একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষনে সার্বিক সহায়তা করেন মোঃ মোখলেছুর রহমান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, মোংলা।
Leave a Reply