
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুক্রবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। গণসংযোগকালে তিনি অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও বঞ্চনার গল্প আমার অজানা নয়। চাঁদখালী ইউনিয়নের অনেক স্থানেই উন্নয়নের ছোঁয়া লাগেনি—রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা—সবক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি। আপনারা যদি আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে এই অবহেলিত জনপদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, ক্ষমতা কখনো আমার কাছে ভোগের বিষয় নয়; এটি মানুষের সেবার দায়িত্ব। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি চাহিদা পূরণে, আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর: মাওলানা গোলাম সরোয়ার,জেলা কর্মপরিষদ সদস্য: মাওলানা আমিনুল ইসলাম,উপজেলা সেক্রেটারি: মোঃ আলতাফ হোসেন, ছাত্রশিবির দক্ষিণ জেলা সেক্রেটারি: মোঃ অয়েসকুরুনি,ইউনিয়ন আমীর: মাওলানা রবিউল ইসলাম,ইউনিয়ন নায়েবে আমীর: মাওলানা আজগর হুসাইন, মোঃ শাহিনুর রহমান
,ইউনিয়ন সেক্রেটারি: মাওলানা খয়বর হোসেন,পৌরসভা শিবির সভাপতি: মোঃ সাইদুল ইসলাম,শ্রমিক সভাপতি: মোঃ আরজান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা রমজান আলী, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব আ. গফুর মালী, মোঃ মনজুরুল ইসলাম, ডাঃ আবুল কালাম, হাফেজ বনি আমিন, হাফেজ জিয়াদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply