
আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে দেশজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহিংস বিক্ষোভে ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রার দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রথমে দোকানদাররা বিক্ষোভ শুরু করেন। পরে তা সাধারণ জনগণের অংশগ্রহণে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার সময় তিনজন বিক্ষোভকারী নিহত হন এবং আহত হন আরও ১৭ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশ সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফার্স জানিয়েছে, লোরদেগানে নিরাপত্তা বাহিনী এবং তাদের ভাষায় ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর আগে সংস্থাটি জানিয়েছিল যে বেশ কয়েকজন মারা গেছেন। অন্যদিকে মানবাধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
রয়টার্সের পক্ষ থেকে হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই ও নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ইরানে জনঅসন্তোষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।
Leave a Reply