1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদ নির্বাচন বৈধ প্রার্থী ১৮৪২, মনোনয়ন বাতিল ৭২৩ জনের টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াড: অধিনায়ক লিটন, নেই শান্ত ও জাকের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের কঠোর অবস্থান দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান পৈশাচিক গুমের নেপথ্যে ছিলেন শেখ হাসিনা-প্রধান উপদেষ্টাকে কমিশন মোংলায় পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের অভিযান সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট,ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের ‍উদ্বেগ প্রকাশ

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে আশার আলো ঢাকা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারি) ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র পরিচিতি তুলে ধরা হয়। প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’কে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি বাংলাদেশের নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবোজ্জ্বল স্বীকৃতি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট