1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিজিবি সদস্য হিসেবে শপথ নিলেন ফেলানীর ভাই আরফান

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর ছোট ভাই মো. আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি পদে শপথ নিয়েছেন।

দীর্ঘ প্রশিক্ষণ শেষে তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে বিজিবিতে যোগদান করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জানান, ট্রেনিং শেষ করে শপথ গ্রহণ করেছেন ফেলানীর ছোট ভাই মো. আরফান হোসেন। এখন থেকে তিনি বিজিবির সিপাহি পদে দেশরক্ষার দায়িত্ব পালন করবেন। বোনকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আরফান।

শপথ গ্রহণের পর আরফান নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমার বোনকে যে সীমান্তে হত্যা করা হয়েছে, আজ আমি সেই সীমান্তের রক্ষী। আমি সীমান্তে দায়িত্বরত থাকা অবস্থায় চাইব না যে আমার বোনের মতো আর কারও বোন বা কোনো বাবা-মায়ের সন্তানকে এভাবে হত্যা করা হোক। আমি জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব এবং এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ করব।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ২১ বছর বয়সী আরফান হোসেন। লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। সে সময় আরফানের বাবা মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছেলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বাবা নুরুল ইসলাম বলেন, ছেলের এই চাকরি তার যোগ্যতায় হয়েছে, সবার দোয়াও ছিল। আমার বিশ্বাস, সে চাকরিজীবনে সততা ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবে। তাহলেই আমার মেয়ে ফেলানীর আত্মা শান্তি পাবে। নিয়োগপত্র হস্তান্তরের সময় লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেছিলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে আছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘক্ষণ তাঁর মরদেহ কাঁটাতারে ঝুলে ছিল। সীমান্ত হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফেলানীর পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও ছোট ভাই আরফানের এই নিয়োগ পরিবারটির মাঝে আশার সঞ্চার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট