বিজ্ঞপ্তি :: ২৯ জুন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নির্বাচন বর্জন সংক্রান্ত একটি সংবাদ পড়ে বিষ্ময় প্রকাশ করেছেন সংগঠনের এডহক কমিটির নেতৃবৃন্দ। সংবাদে বলা হয়েছে “অনিয়মতান্ত্রিক ভাবে গঠিত নির্বাচন কমিটির চেয়ারম্যান মুন্সি মো. মাহবুব আলম সোহাগ ঘোষিত খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর ২৯ জুনের নির্বাচন বৈধ নয়।” নেতৃবৃন্দ বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রের প্রত্যেকটি ধারা উপধারা মেনেই প্রকাশ্যে এডহক কমিটি গঠিত হয়েছে। আর ওই বৈধ এডহক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তেই বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি প্রত্যেকটি কর্মকান্ডই গঠনতন্ত্র অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। যে কারনেই এই নির্বাচন পরিচালনা কমিটির থেকে আনোয়ারুল ইসলাম কাজল, বিমল সাহা, দিলীপ বর্মণ পরিষদ প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা আজ নির্বাচন বর্জন করছেন। অথচ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা কোন মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। এখন নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নানা অজুহাত দেখিয়ে নির্বাচন কমিশনের উপর মিথ্যা দোষারোপ করছে বর্জনকারীরা। অথচ বর্জনকারীরা রাতের আধারে অবৈধ পন্থায় নিজেরা কমিটি গঠন করে রাতারাতি নেতা বনে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যিনি ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন সেটি আদালতে মামলা এবং বিএফইউজে’র সুনির্দিষ্ট নির্দেশনার থাকায় কোন অবস্থাতেই আমলে নিতে পারে না নির্বাচন কমিশন। সঙ্গত কারণেই নির্বাচন কমিশন আপত্তি আমলে নেয় নি। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য রক্ষায় বর্তমান এডহক কমিটি শক্ত হাতে কাজ করবে। সাধারণ সদস্যদের বাধা দেয়ার এখতিয়ার কারোর নেই। এটি সাধারণ সদস্যদের হুমকি দেয়ার সামিল। নেতৃবৃন্দ হুমকি থেকে বিরত থেকে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহবান জানান। একই সাথে ২৯ জুন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোট প্রদানের জন্য সম্মানিত সকল ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন, এডহক কমিটির আহবায়ক এস এম জাহিদ হোসেন, সদস্য এস এম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহআলম, এনামুল হক।
Leave a Reply