1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন

খুলনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোহা চুরি, পিকআপসহ আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা নগরীর খালিশপুর চরের হাট এলাকায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার গুদাম থেকে রড, অ্যাঙ্গেলসহ প্রায় সাড়ে ৫০০ কেজি লোহা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিকআপসহ চুরি যাওয়া সেই লোহা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রমজান আলী ও মো. হাসান নামের দুই কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় খালিশপুর থানার এস আই আবদুল হালিম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার নির্বাহী প্রকৌশলী খায়রুল হাসান জানান, গুদামের একপাশের সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন করে কাজ শুরু হয়েছে। এ অবস্থায় প্রায় গুদামের মালামাল চুরি হচ্ছে। শনিবার বেশকিছু মালামাল ধরা পড়েছে বলে শুনেছি।
তিনি জানান, সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় নিরাপত্তা প্রহরী বাড়ানো কথা চলছিল। মেকানিক কাজিম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ইলেকট্রিশান জামাল হোসেনও নিজ কাজের অতিরিক্ত হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তাদের দুই জন দায়িত্বে ছিলেন। এ সময় পিকআপে মালামাল চুরির বিষয়ে তাদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসছে।
খালিশপুর থানার এস আই আবদুল হালিম জানান, খালিশপুর কালিবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় একটি পিকআপ চেকপোস্টের সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিকআপ থেকে সাড়ে ৫০০ কেজি লোহা উদ্ধার করা হয়। আটক রমজান আলী ও মো. হাসান তাদের সঙ্গে জড়িত ইলিয়াস ও কামাল মোল্লা নামের দুই জন শ্রমিকের নাম বলেছে। ওই ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট