1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বুড়িগঙ্গা নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় স্থানীয় ব্যক্তিদের তথ্যসূত্রে জানা যায় কোস্টগার্ড স্টেশন পাগলার পন্তুনের পাশে বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক নৌ পুলিশের সমন্বয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ শনাক্তের পর জানা যায় গত ১৫ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকার বুড়িগঙ্গা নদীতে গোসলের সময় সাগর (২১) নামক যুবক নিখোঁজ হয়।

মৃত যুবক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আওলাদ হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি এবং তার চাচার উপস্থিতিতে উদ্ধারকৃত মৃতদেহ নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট