1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

প্রদেশ ভিত্তিক প্রশাসন পুনর্গঠন ছাড়া জাতির মুক্তি নাই

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবিতে- প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ১১ আগস্ট সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি: জাতীয় আইনজীবী জোটের সভাপতি অ্যাডভোকেট কেএম জাবির বলেন, দেশে প্রদেশ গঠন ছাড়া-আগামীর বাংলাদেশের উন্নয়ন- অগ্রগতি সম্ভব নয়।
প্রধান বক্তা: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত বেলাল বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রম, কর্ম, পেশার প্রতিনিধিদের প্রতিনিধিত্ব, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য-শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সরাসরি ব্যালটের ভোটে- উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
প্রদেশ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব, প্রখ্যাত শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, দেশে প্রদেশ গঠনের দাবি- বর্তমানে জনদাবিতে রুপান্তরিত হয়েছে। প্রদেশ গঠন হলে- কর্মচারীদের শাসনের পরিবর্তে- জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন, গণ কর্মচারীদের নেতা এমএ আউয়াল, পেশাজীবী মুক্তি আন্দোলনের নেতা মোঃ ইসমাইল ও প্রদেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী এস এম মনিরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট