1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন-প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ ঐতিহ্যবাহী পানের হাট,কোটি টাকার লেনদেন, দাম নিয়ে হতাশ পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ বেনাপোল ও যশোর সীমান্তে কোটি টাকার স্বর্ণ এবং অবৈধ চোরাচালানী পন্য জব্দ, আটক-১ চট্রগ্রামের বহিঃনোঙর থেকে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন;ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ মৎস্য সম্পদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৎস্য সম্পদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ‘মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে খুলনাস্থ বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক।
সভায় অতিথিরা বলেন, বিদেশে মানসম্মত মৎস্যপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে পণ্যের মান ধরে রাখতে না পারলে অথবা মাছে অপদ্রব্য মেশালে মৎস্যজাত পণ্য রপ্তানির আন্তর্জাতিক বাজার হারাতে হবে। তাই মাছের পোনা সংগ্রহ, চাষ, আহরণ, বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণ-সহ সব পর্যায়ে আদর্শমান ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা আবশ্যক। দেশের মোট রপ্তানি আয়ে মৎস্যখাত একসময় দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখতো, এখন সেটা সপ্তম স্থানে নেমে এসেছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। ভালো মানের পোনা সরবরাহ নিশ্চিতে মৎস্য বিভাগ আরও সক্রিয় হবে বলে আশা করা যায়। কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গৃহীত উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়ন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরের হিসেব মতে দেশে মাছের মোট উৎপাদন ৫০.১৮ লাখ মেট্রিক টন। দেশের ১৪ লাখ নারী-সহ দুই কোটির অধিক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য সেক্টরের সাথে জড়িত। দেশের মোট জিডিপিতে মৎস্যখাতের অবদান ২.৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এখাতের অবদান ২২.২৬ শতাংশ। বাংলাদেশ ইলিশ আহরণে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় ও তেলাপিয়া মাছ উৎপাদনে পঞ্চম। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ছয় হাজার একশত ৪৫ কোটি টাকা সমমূল্যের ৯১ হাজার মেট্রিক টন মাছ বা মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে।

খুলনা বিএফএফইএ এর সাবেক সহসভাপতি এস হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোঃ জাহিদুল হাসান এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর খুলনার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল হাসান। মতবিনিময় সভায় মৎস্যখাতে খুলনা অঞ্চলের অবদান, লাভজনক ও মানসম্মতভাবে মাছচাষ, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন-২০২০ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের মাননিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।

খুলনা মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত সভায় মাছচাষি, মাছ ব্যবসায়ী ও রপ্তানিখাত-সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট